দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০১৭, ১১:৫৬ PM / ২৪৬১
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

বগুড়া শহরের নিউমার্কেটে স্বর্ণের দোকানে ঢুকে মালিককে গুলি করে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যার পরপর এ ঘটনা ঘটে।

বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, লুণ্ঠিত মালামালসহ একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যাবে এটা ডাকাতি নাকি উগ্রবাদী কোনো গোষ্ঠীর কাজ।এ সময় ককটেল বিস্ফোরণে আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিউমার্কেটের আল্-হাসান জুয়েলার্সের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর হঠাৎ করে আগ্নেয়াস্ত্র হাতে ছয়–সাতজন যুবক দোকানে প্রবেশ করে। দোকানে ঢুকেই তারা মুখোশ পরে নেয়। তাদের একজন দোকানমালিক গুলজার রহমানের পায়ে গুলি করে।

দুর্বৃত্তদের হামলায় গুলজার রহমান ছাড়াও জাকির হোসেন ও আনোয়ার আলী নামের দুই পথচারী আহত হন। তিনজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।