মুক্তাগাছা যুব উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটির শপথ গ্রহন


F.Taj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২১, ৪:২৫ PM /
মুক্তাগাছা যুব উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটির শপথ গ্রহন

ফেরদৌস তাজ;  যুবকদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সমস্যা দুরিকরন, মান সম্মত শিক্ষা, পরিবেশ দূষণ নির্মুল, লিঙ্গ বৈষম্য, সমাজে শান্তি প্রতিষ্ঠাসহ সর্বোপরি মানবাধিকার রক্ষায় সংগঠিত মুক্তাগাছা যুব উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় উপজেলা চত্বরে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে ফোরাম সভাপতি সরকার ফয়সাল তানভীর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা যুব উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরব আুলী, উপদেষ্টা সাংবাদিক এম ইদ্রিস আলী, শিক্ষক মোঃ হারুনুর রশিদ, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের ডিডি মাহফুজা পারভীন, স্টুয়ার্ড সুভেন্দু খান, মুক্তাগাছা থানা এস আই মোঃ সুজন মিয়া প্রমূখ।

সভাপতি সরকার ফয়সাল তানভীর কে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মনসুর।
পরে সভাপতি কর্তৃক সকল কার্যকর কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।