নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সৌরভ কৃতনিয়া (২২) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।
গতকাল ফতুল্লার সস্তাপুর এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ বরিশালের বাকেরগঞ্জ থানার রামনগর গ্রামের সঞ্জিত কৃতনিয়া ও জোসনা রানীর একমাত্র ছেলে। তারা সপরিবারে ফতুল্লার সস্তাপুর এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
সৌরভের খালাতো ভাই প্রশান্ত জানান, গ্রামের বাড়ির এক মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েও সস্তাপুর এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন।
সম্প্রতি ফতুল্লার পঞ্চবটি এলাকায় তারা একটি বাড়িতে বেড়াতে যান। সেখানে স্থানীয় মাস্তান রনি দলবল নিয়ে সৌরভকে তার প্রেমিকাসহ আটক করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে উভয়ের বাবা-মাকে খবর দেন।
এরপর উভয়ের বাবা-মা গিয়ে ৫ হাজার করে ১০ হাজার টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসেন। এনিয়ে উভয়ের পরিবারে বিরোধ দেখা দেয় এবং সৌরভকে তার বাবা-মা ওই মেয়েকে ভুলে যেতে চাপ প্রয়োগ করে।
এতে অভিমান করে সৌরভ কীটনাশক পান করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :