ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাহাবউদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি এফএমএ সালাম এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন এফবিসিসিআই, সিআইএস ও বিসিসিআই এর পরিচালক, জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর সিআইপি। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মোঃ ইকরামুল হক টিটু।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, কলকাতা টিভি ও ইন্ডিয়া ট্যুরের বুড়ো প্রধান শহিদুল হাসান খোকন, আইএনএসআই এর প্রতিষ্ঠাতা ও বহুমাত্রিক ডটকম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।
ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :