বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০১৭, ১২:০২ AM / ৯৮
বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি

শনিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধন করেন। ৫ জানুয়ারি যারা পেট্রোল বোমা মেরেছে, মানুষ হত্যা করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

অারও জানান. ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশের গণতন্ত্র ধাক্কা খেতো এবং সাংবিধানিক ধারাবাহিকতা থাকতো না। এমনকি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যে কথা বলতে পারছেন সেটাও পারতেন না।

অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মনোরঞ্জন ঘোষাল, রওশন আমীন, অধ্যক্ষ সাজাহান আলম সাজু, হাসিবুর রহমান মানিক, এমএম করিম প্রমুখ।