তাজুল ইসলাম: মুক্তাগাছায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকালে স্থানীয় ডাকবাংলো মাঠে আলোচনা সভা, মিলাদ মাহফিল, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বৃক্ষরোপন ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কেএম খালিদ এমপি।
উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনির’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এড. বদর উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, বড়গ্রাম ইউপি চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান, জহিদুল ইসলাম জুয়েল প্রমূখ।
বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লুৎফর হায়দার রাসেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হুমে, যুবলীগ নেতা শরিফ উদ্দিন মিঞা কানিজ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ দে, শহীদ স্মৃতি সরকারি কলেজর ছাত্রলীগ সভাপতি রকিব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মুক্তাগাছা থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।
আপনার মতামত লিখুন :