স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা আয়োজন


Ranjan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২০, ৫:২২ PM /
স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা আয়োজন

মুক্তাগাছা এপি কর্ম এলাকার অন্তভূক্ত মুক্তাগাছা মানকোন পিএফএতে স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। কর্মএলাকার ০-২৪ মাস বয়সী শিশুদের নিয়ে মানকোন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ সিদ্দিক হোসেন তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিশুদের টিকাগ্রহণের রেকর্ড, জিএমপি কার্ড বিশ্লেষণ করে শিশুদের বর্তমান পুষ্টির অবস্থা নির্ধারণ করা হয়। সেইসাথে পরিস্কার পরিচ্ছন্নতা, শিশুদের খাদ্যাভাস, মা ও শিশু পরিচর্যাকারীদের শিশু লালন পালন জ্ঞানও এখানে স্বাস্থ্যবান শিশুর পরিমাপক হিসেবে দেখা হয়েছে। মানকোন এলাকার ষোলটি গ্রামে প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ে মোট ২৫ জন মা তাদের ০-২৪ মাস বয়সী শিশুদের নিয়ে এই এই প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে থেকে পাচঁজনকে শিশুকে স্বাস্থ্যবান শিশু হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় এবং পুরস্কার হিসেবে একটি করে হ্যান্ডওয়াশ প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিশুদেরও শুভেচ্ছা পুরস্কার হিসেবে একটি করে জীবানুনাশক সাবান দেয়া হয়। মূলত শিশুদের প্রতি সর্বদা বিশেষভাবে যত্নবান থাকা, মা ও শিশু পরিচর্যাকারীদের আরো সচেতন ও অনুপ্রেরণা দেবার লক্ষ্যে মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই ধরণের প্রতিযোগিতা আয়োজন করে থাকে।