তাজুল ইসলাম; মুক্তাগাছা পৌরসভার মেয়র, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলামকে পৌরসভার মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায় তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা নং ০৬, তারিখ ৬/২/১৫ এর ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) যথাসময়ে চার্জসিট নম্বর ১৪৬/১৫ বিজ্ঞ আদালত কর্তৃক গৃহিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
মেয়র শহীদুল ইসলাম বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করার লক্ষ্যেই একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলায় বরখাস্ত করা হলো।
আপনার মতামত লিখুন :