বইয়ের মেলায় লেখকই তারকা। তবে বিনোদন অঙ্গনের তারকারাও নিয়মিত নিজেদের লেখা বই নিয়ে হাজির হন একুশে গ্রন্থমেলায়। এ বছরও ব্যতিক্রম হয়নি। বরং এই দলে ক্রমশ ভিড় বাড়ছে। নিজেদের অভিজ্ঞতাসহ গল্প ও উপন্যাসের বই প্রকাশিত হয়েছে বিনোদন অঙ্গনের অনেকের।
এ বছর মেলা উপলক্ষে তিনটি বই প্রকাশিত হবে অভিনয়শিল্পী, পরিচালক ও নাট্যকার আবুল হায়াতের। বই তিনটি আগামী সপ্তাহে পাঠকের হাতে পৌঁছে যাবে, এমনটাই আশা করছেন তিনি। তালিকায় রয়েছে ‘টাইম ব্যাংক’, ‘আষাঢ়ে’ এবং ‘প্রিয় অপ্রিয়’। প্রথম দুটি গল্পের বই, পরেরটি নাটকের সংকলন। আবুল হায়াত বলেন, ‘বইমেলার সময়টা বেশ উপভোগ করি, তবে কিছুটা লজ্জাও পাই। আমি তো লেখক নই, তাই নিজের লেখার প্রশংসা শুনতে লজ্জা পাই। তবে পত্রিকার কলাম “এসো নীপবনে”-এর জন্য প্রশংসা পাই বেশি। এখন লেখালেখিতে খুব একটা সাহসও পাই না। আগের মতো ভালো লিখতে পারব কি না, এ নিয়েও সন্দিহান থাকি। অথচ একটা সময় টানা লিখে গেছি। এখন আর সময় পাই না।’
মেলায় প্রকাশিত হতে যাচ্ছে অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকীর আহমেদের কবিতার বই। বড় জামাই তৌকীরের লেখা খুব ভালো লাগে উল্লেখ করে আবুল হায়াত বলেন, ‘আমি তাঁর লেখার গভীরতা উপলব্ধি করতে পারি। আমি মনে করি, তৌকীরের আরও লেখালেখি করা উচিত।’ একগুচ্ছ কবিতা নামে তৌকীরের বইটি মেলায় আসবে আগামী সপ্তাহে। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। বইটি নিয়ে জানতে চাইলে তৌকীর বলেন, ‘অনেক দিন ধরে কবিতাগুলো লিখছি। ভাবলাম, নিজের জন্য হলেও কবিতাগুলো একটা বই আকারে সংরক্ষিত থাকুক।’
জীবনানন্দ দাশের কবিতা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তৌকীরকে। আর নিজের কবিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কবিতাগুলো আদৌ কবিতা হয়েছে কি না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয়, কবিতা শিল্পের পরিশীলিত সংক্ষিপ্ত একটি আঙ্গিক। কাজ করতে করতে মনে হয়, গল্প, উপন্যাস, নাটক—সব জায়গায় একটা কাব্যরূপ থাকে। কবিতার বিচরণ সব ক্ষেত্রে। সিনেমার মধ্যেও কবিতা থাকে, কবিতার মধ্যেও সিনেমা থাকে। গদ্যের ভেতরে কাব্যময়তা থাকে। এসব ভাবনা থেকেই নিজের কবিতার বইটি প্রকাশ করতে যাওয়া।’ তাঁর বইয়ের জন্য প্রচ্ছদ এঁকেছেন স্ত্রী বিপাশা হায়াত।
‘বাংলাদেশের রকগাথা: আজম খানের উত্তরাধিকার’ নামে একটি বই লিখেছেন ব্যান্ড তারকা মাকসুদ। এরই মধ্যে মেলায় এসেছে বইটি। চন্দ্রবিন্দু প্রকাশনীর এই বইতে তিনি তুলে ধরেছেন প্রয়াত ব্যান্ডসম্রাট আজম খানের নানা অজানা অধ্যায়।
‘রাখাল’ নামের একটি ব্যতিক্রম উপন্যাস প্রকাশিত হয়েছে গীতিকবি লতিফুল ইসলাম শিবলীর। তিনি জানান, ইতিহাসের নানা উপকরণ থেকে এই উপন্যাসে চিত্রিত হয়েছে একটি সত্যিকারের ঘটনা। তিনি বলেন, ‘আমি পাঠক তৈরি করতে করতে এগোচ্ছি। আগের উপন্যাসগুলোর পাঠকদের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পাঠক।’
পাঁচ বছর ধরে ফেসবুকে নানা বিষয়ে লেখালেখি করছেন গায়ক আসিফ আকবর। সেই লেখার সংকলন নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ৪০০ পৃষ্ঠার একটি বই। ‘পোটকরা টু ম্যানহাটন’ নামের বইটিতে আসিফ লিখেছেন নিজের জন্মস্থান কুমিল্লার পোটকরা থেকে গান নিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ার অভিজ্ঞতার কথা। আসিফ জানালেন, ছোট ছোট এ গল্পগুলো পাঠকের ভালো লাগবে।
প্রথম দিন থেকে মেলায় পাওয়া যাচ্ছে গায়িকা পুতুলের বই ‘কালো গোলাপের ভেতর থেকে উৎসারিত আলো বৃত্তান্ত’। শানারেই দেবী শানুর দুটি বই প্রকাশিত হয়েছে। উপন্যাস ‘লিপস্টিক’, কবিতার বই ‘প্রিয়তম মেঘ’। তিন বছর আগে লেখক হিসেবে আত্মপ্রকাশ করা টিভি তারকা শানু বলেন, ‘মেলায় আসা বইগুলো থেকে পাঠকের সাড়ায় অভিভূত হয়েছি। তাঁদের অনুপ্রেরণাতেই আবার লিখলাম। মেলার সময়ে বই নিয়ে সবার সঙ্গে কথা বলাটা বেশ উপভোগ করি।’ প্রথমবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নাট্যকার, অভিনেত্রী ও নির্দেশক নাজনীন হাসান চুমকী। প্রকাশিত হয়েছে তাঁর প্রথম গল্পের বই ‘বিণীতা’। তিনি বললেন, ‘নাটক লিখছি অনেক দিন ধরেই। গল্পের বইয়ের পরিচিতিতে বিনোদন অঙ্গনের পরিচয়টা তুলে ধরিনি। আমি চাই, পাঠক তারকা নয়, লেখক চুমকীর বইটি পড়ুক।’
আশনা হাবিব ভাবনার উপন্যাস ‘গোলাপী জমিন’ প্রকাশিত হওয়ার কথা রয়েছে মেলায়। তিনি বলেন, ‘আমার আগের দুটি উপন্যাসের মতো এবারের উপন্যাসটিতেও পাঠকের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। এ ছাড়া আমার কিছু নিজস্ব ভাবনাও এখানে স্থান পেয়েছে।’
‘যামিনী’ নামের একটি উপন্যাস প্রকাশিত হয়েছে পরিচালক অনিমেষ আইচের। এ ছাড়া বই এসেছে গায়িকা লোপা হোসাইন, গীতিকার জাহিদ আকবর ও গায়ক লুৎফর হাসানের।
আপনার মতামত লিখুন :