‘স্বপ্নবাজী’ ছবিতে প্রিয়ন্তী উর্বী


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২০, ৮:২৮ PM /
‘স্বপ্নবাজী’ ছবিতে প্রিয়ন্তী উর্বী

স্বপ্নবাজী ছবিতে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯ প্রতিযোগিতার ৪র্থ রানার্সআপ প্রিয়ন্তী উর্বীকে। মাহিয়া মাহি ও জান্নাতুল পিয়ার সঙ্গে প্রিয়ন্তী উর্বীও পর্দা ভাগাভাগি করবেন। গতকাল প্রিয়ন্তী উর্বী চুক্তি স্বাক্ষর করেছেন বলে পরিচালক জানান। তিনি বলেন, প্রিয়ন্তী ছবিতে তাঁর চরিত্রটি নিয়ে বিস্তারিত শুনেছেন। চরিত্রটিতে কাজ করতে রাজি হয়েছেন তিনি। স্বপ্নবাজীতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তীও।

প্রিয়ন্তী উর্বী বলেন, ‘পরিচালকের কাছ থেকে গল্প শুনেছি। আমাদের বাস্তব জীবনেরই গল্প। মিডিয়ার মানুষের জীবনের ভেতরের গল্পের প্রতি সাধারণ মানুষ বা ভক্ত-দর্শকের আগ্রহ আছে। সেটাই ছবিতে দেখা যাবে। সিদ্ধান্ত নিয়েছি, কাজটি করব।’

প্রিয়ন্তী আরও বলেন, ‘ছোটবেলা থেকেই প্রচুর সিনেমা দেখতাম। আস্তে আস্তে স্বপ্ন দেখতে শুরু করি মিডিয়া কাজ করব। শুরুতে পড়ালেখার পাশাপাশি মাঝে মাঝে মডেলিং করতাম। বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট করেছি। মাঝে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর কাজ করেছি। তবে এটিই আমার প্রথম চলচ্চিত্র। প্রিয়ন্তীর ভবিষ্যৎ পরিকল্পনা অভিনয় নিয়েই।

বিনোদনজগতের মানুষদের গল্প নিয়ে স্বপ্নবাজী ছবির কাহিনি। ছবিতে প্রিয়ন্তীকে দেখা যাবে র‌্যাম্প মডেলের চরিত্রে। এটি ছবির কেন্দ্রীয় চরিত্রগুলোর একটি।

পরিচালক চরিত্রটি নিয়ে বলেন, মিডিয়াতে ছেলে-মেয়েরা একেকজন একেক জায়গা থেকে আসে। সেখানে রঙিন জীবনের স্বপ্নে বিভোর হয়ে সবাই বাজি ধরে। বাজিতে কেউ হারে, কেউ জেতে। এদেরই একজনের চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তীকে। জানা গেছে আগামী ফ্রেব্রুয়ারি মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে।