হে মুজিব,আমি তোমাকে দেখিনি!
শুনেছি তোমার বজ্রকন্ঠ আর উত্তাল হ্রদয়;
শুনেছি মহান বানী, হ্রদয় ছোয়া সেই অগ্নিভাষন।
হে মুজিব আমি তোমায় দেখিনি!
তবে ইতিহাস দেখেছি,
যে ইতিহাস কথা বলে তোমার ভালবাসায়।
হে মুজিব আমি তোমায় দেখিনি!
তবে তোমার আদর্শ জেনেছি,
তোমার সেই মুক্তকথার বুলি শুনেছি।
হে মুজিব আমি তোমায় দেখিনি!
শুনেছি তুমি মহানুভবতার এক উদার হ্রদয়;
এক জাতির অহংকার।
হে মুজিব আমি তোমায় দেখিনি!
জেনেছি তুমি বাংলাদেশের জাতির পিতা,
এক সোনালী আভার প্রান।
হে মুজিব আমি দেখিনি তোমায়!
তবে তোমার আগমন আজ ধন্য,
যে আগমনে বাঙালি পেয়েছি এই সোনার বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :