সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এজন্য নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের প্রয়োজন নেই।
তোফায়েল বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিএনপি বর্তমানে সংসদের বিরোধীদল নয়। কিন্তু তারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছিল, ২০১৯ সালের নির্বাচনে তারা সে ভুল করবে না। তারা আগামী নির্বাচনে অংশ নেবে। এজন্য জাতীয় সংলাপের প্রয়োজন নেই।
তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারই নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের জন্য সহায়ক সরকার হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপের অপরিহার্যতা শীর্ষক ছায়া সংসদের বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।
এফডিসির একটি ফ্লোরে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ বিতর্কের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :