দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পযর্ন্ত গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
টানা দু’ঘণ্টার বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির করণীয়, নির্বাচন কমিশন গঠন, এ কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া ঠিক হবে কিনা, সামনে দিনগুলোতে কোন পলিসিতে এগোবে বিএনপি, দলকে শক্তিশালী করতে কোন কোন বিষয়ে জোর দিতে হবে, দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।বৈঠকে নির্বাচন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো অগ্রগতি হয়নি। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতির উপর আরেকটা সংবাদ সম্মেলন করা যায় কিনা সে বিষয়টি ভেবে দেখার জন্য দলের চেয়ারপারসনকে কেউ কেউ পরামর্শ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক আব্দুল মান্নান, এম এ মন্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, শওকত মাহমুদ, শামসুজ্জামান দুদু প্রমুখ।
আপনার মতামত লিখুন :