নি:শব্দে কাঁদাও যায় না : রিজভী


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০১৭, ১১:৫২ PM / ৫৮৮৮
নি:শব্দে কাঁদাও যায় না : রিজভী

কান্নার আওয়াজেও বিপদ ঘটতে পারে। বর্তমানে দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, নি:শব্দে কাঁদাও যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  আজ শুক্রবার বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন।

রিজভী ভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ৭৪-৭৫ থেকে গুমের রাজত্ব শুরু করলেও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলীকে গুম করে পুনরায় গুম-খুন-অপহরণে মেতে ওঠে। আজও বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ মেলেনি।

বিগত কয়েক বছরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, বিএনপি নেতা সুমন, ছাত্রনেতা মুন্না, জাকিরসহ প্রায় পাঁচ শতাধিক বিএনপি নেতা কর্মীকে গুম করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজও তাদের কোনো হদিস নেই। তাদের পরিবারের স্বজনরাও এখনো চোখের জলে বুকভরা আশা নিয়ে তাদের প্রতীক্ষায় প্রহর গুনছে। গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে সব দলের সঙ্গে সংলাপ হওয়া খুবই জরুরি।