‘মাস্তানি’ যাচ্ছে কলকাতায়, আসছে চ্যাম্প


F.Taj প্রকাশের সময় : জুলাই ৩, ২০১৭, ৪:২৩ PM / ৬১
‘মাস্তানি’ যাচ্ছে কলকাতায়, আসছে চ্যাম্প

সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) আওতায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের নায়ক কাজী মারুফের ‘মাস্তানী’ এর বিনিময়ে বাংলাদেশে আসছে দেবের ছবি চ্যাম্প।চলতি মাসের ২১ তারিখ সারাদেশে ‘চ্যাম্প’ মুক্তি পাবার কথা রয়েছে। ছবিটি আনছে তিতাস কথাচিত্র। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

কাজী মারুফ ও মৌসুমী হামিদ অভিনীত ‘মাস্তানী’ ছবিটি পরিচালনা করেছেন ফিরোজ খান প্রিন্স।
ঈদে বাংলাদেশে কলকাতার অপর শীর্ষ নায়ক জিতের ‘বস-২’ মুক্তি পেয়েছে। তার কিছুদিন বাদেই আসছে দেবের চ্যাম্প। তাই অল্প কিছুদিনের ব্যবধানে বাংলাদেশে কলকাতার শীর্ষ দুই নায়কের ছবি মুক্তি পেতে যাচ্ছে।

চ্যাম্প’ হলো একজন বক্সারের কাহিনি। পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো প্রযোজনায় এসেছেন দেব। এতে দেবের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। আরও আছেন চিরনঞ্জিৎ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, কৌশিক গাঙ্গলী, লাবনি সরকার।