রাজনীতিতে কন্ঠশিল্পী শাফিন আহমেদ


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০১৭, ১২:২৪ AM / ৭২৯
রাজনীতিতে কন্ঠশিল্পী শাফিন আহমেদ

এবার রাজনীতিতে যোগ দিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বি হাজ্জাজের নেতৃত্বাধীন এই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে তিনি মনোনীত হয়েছেন গতকাল। মাইলস ব্যান্ডের প্রধান ভোকাল ও অন্যতম এই সদস্য গতকালই আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন।

দলের নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। বরাজনীতিতে যোগ দেয়া বিষয়ে শাফিন আহমেদ বলেন, সংগীতের মাধ্যমে দেশের জন্য, মানুষের জন্য অনেক করতে পেরেছি। সাংস্কৃতিকভাবে এই দেশকে আমি, আমার ব্যান্ড মাইলস, আমার বাবা কমল দাশগুপ্ত, মা ফিরোজা বেগম- অনেক দিয়েছেন। আমরাও অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি। তবে আমার উপলব্ধি এই যে, শিল্পীদেরও দেশের প্রতি, মানুষের প্রতি রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে।

গেল ক’বছর ধরেই আমার মনে হচ্ছিল, দেশের জন্য আরো কিছু করা উচিত। মূলত সেই স্বপ্ন থেকেই এনডিএম-এ যোগ দেয়া। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এর যে নীতি ও মতাদর্শ সেটার সঙ্গে আমার চিন্তা ভাবনার মিল খুঁজে পাই।