পাকিস্তানে বাংলাদেশ মিশনে জ্বলন্ত গোলা নিক্ষেপ


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০১৭, ১১:২৬ PM / ১২৯
পাকিস্তানে বাংলাদেশ মিশনে জ্বলন্ত গোলা নিক্ষেপ

পাকিস্তানের বাণিজ্য শহর করাচিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে মঙ্গলবার সন্ধ্যায় জ্বলন্ত গোলা নিক্ষেপ করে কয়েকজন দুষ্কৃতী। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গ্রেফতার করা যায়নি কোনও দুষ্কৃতীকেও।

কেন এরকম কাজ তারা করল তারও কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি বলে বাংলাদেশ সূত্রের খবর।
এ ঘটনার পরে বাংলাদেশের বিদেশমন্ত্রী ভীষণ উদ্বিগ্ন প্রকাশ করেছেন।

বুধবারই বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রাফিউজ্জামান সিদ্দিকিকে ঢাকার বিদেশ মন্ত্রকে তলব করা হয়। পাকিস্তানে অবস্থিত বাংলাদেশের সব মিশনে নিরাপত্তা যাতে আরও বাড়ানো হয় বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানের রাষ্ট্রদূতকে সে আবেদন করা হয়েছে।

করাচি পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে অজ্ঞাতপরিচয় কয়েকজন শহরটিতে অবস্থিত বাংলাদেশ ডেপুটি-হাইকমিশনে একটি জলন্ত গোলা ছুড়ে মারে।বাংলাদেশ সূত্রের খবর, করাচি মিশনে বাংলাদেশের ১৩ জন কর্মকর্তা ও কর্মী রয়েছেন। এর মধ্যে ৬ জন বাংলাদেশি এবং বাকিরা স্থানীয়।

তথ্য : আনন্দবাজার