সমুদ্রের পাশে লিনার জমকালো ফ্যাশন শো


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০১৭, ৭:১০ PM / ৪৯০৩
সমুদ্রের পাশে লিনার জমকালো ফ্যাশন শো

বছর শুরুতেই চমক দিলেন মডেল ্ও কোরিওগ্রাফার লিনা খান। ১৫ জানুয়ারি কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে ডিভাইন ইকো রিসোর্টে একটি জমকালো ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেছেন মডেল লিনা খান।

16129347_1354543984606679_1436791229_o

ইউরো গ্রুপ লিমিটেডের চমৎকার এই শোতে মডেল হিসেবে বিভিন্ন কিউতে অংশ নেয় লিন্ডা, তানহা, লাবনী, নাবিলা, শাফা জান্নাত, লুসি, নিপা, সারাকা। শোর কোরিওগ্রাফার লিনা বলেন, ধন্যবাদ আমার মডেলদের ও সুমন ভাইকে। ২০১৭ আমার জন্য অনেক লাকি। সকলে আমার কাজ অনেক পছন্দ করেছে। বাংলাদেশের সব ভালো কােম্পানীগুলোর সঙ্গে আমার কাজ হচ্ছে। তারা আমার কাজও বেশ পছন্দ করছে। সামনে আরো ভালো কিছু কোম্পানীর কাজ করার পরিকল্পনা করছি। অনেকের সঙ্গে কথাও চলছে। আশা করছি, এ বছরে আমার স্বপ্ন সত্যি হবে।

জমকালো এই শোর ড্রেস ডিজাইনার হিসেবে কাজ করেছেন মাশরুর রহমান নিহাল। ফটোগ্রাফি করেছেন রথি মোস্তফা। আরবান ইউভা লিনা কালেকশন ছিল শোর পােশাক।পুরাতনের পাশাপাশি নতুন মডেলরাও অংশ নিয়েছে।