মৃত্যু দিবসে শ্রদ্ধার্ঘ্য মহানায়িকাকে। লোকচক্ষুর আড়ালে তিনি চলে গিয়েছিলেন আগেই। তিনি সুচিত্রা সেন। ২০১৪ সালের আজকের দিনে তিনি চলে যান না ফেরার দেশে।
১৯৫২ সালে তিনি চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন। প্রথম ছবি ‘শেষ কোথায়’। তবে ছবিটি আর মুক্তি পায়নি। এরপর ১৯৫৩ সালে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ‘সাড়ে চুয়াত্তর’ ছবি করে সাড়া ফেলে দেন। এরপর একের পর এক ছবি উপহার দেন এই তারকা জুটি।
১৯৬৩ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ১৯৭২ সালে রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ পান। এ ছাড়া পান পশ্চিমবঙ্গ সরকারের বাংলাবিভূষণ সম্মাননা।
সুচিত্রা সেনের অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে, অগ্নি পরীক্ষা, গৃহ প্রবেশ, ঢুলি, মরণের পরে, দেবদাস, শাপমোচন, মেজ বউ, হারানো সুর, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, ইন্দ্রানী, সপ্তপদী, সাত পাকে বাঁধা, উত্তর ফাল্গুনী, মমতা, গৃহদাহ, কমললতা, আলো আমার আলো, দত্তা, প্রণয় পাশা ইত্যাদি।
আপনার মতামত লিখুন :