এই অর্থবছরে ২৭ লাখ কর্মসংস্থান হবে


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০১৭, ১২:২৬ AM / ৫০০৬
এই অর্থবছরে ২৭ লাখ কর্মসংস্থান হবে

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ প্রাক্কলন করার কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি মন্ত্রণালয়ের চলতি বছরের পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রেমিট্যান্স, প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস নিয়ে কথা বলেন।

চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হবে বিশ্বব্যাংকের এমন পূর্বাভাস বিষয়ে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সব সময় রক্ষণশীল পদ্ধতিতে প্রবৃদ্ধির হিসাব করে থাকে। এ কারণে বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি প্রাক্কলনের সঙ্গে বিবিএসের হিসাবের পার্থক্য থাকে। তিনি বলেন, অর্থবছরের প্রথম ৬ মাস দেশের সামষ্টিক অর্থনীতি বেশ ভালো অবস্থানে রয়েছে।

এ ধারা অব্যাহত থাকলে ২০১৭ সালের অর্থনীতি ২০১৬ সালের চেয়েও শক্তিশালী অবস্থানে থাকবে। এ ছাড়া চলতি ২০১৬-১৭ অর্থবছরে দেশে ২৭ লাখ কর্মসংস্থান তৈরি হবে। প্রতি অর্থবছরে ২০ লাখ নতুন মুখ শ্রমবাজারে প্রবেশ করে। তবে এবার ৭ লাখ বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।

গত কয়েক বছরের বিবেচনায় চলতি অর্থবছরে বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি পূর্বাভাস অনেক বেশি, যেটিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, প্রতিবছর সরকারের উন্নয়ন কার্যক্রমের পরিধি ও আকার বাড়ছে। এজন্য বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) শক্তিশালী করা হবে।