সাকিব আল হাসানের অতৃপ্তির শেষ নেই। ডাবল সেঞ্চুরিতে পৌঁছেও সাকিব এত নির্লিপ্ত! ২১৭ রানে আউট হয়ে, ইতিহাস আর রেকর্ডের পাতায় পাতায় নাম ছড়িয়ে দিয়েও কী ভীষণ অতৃপ্তি নিয়ে ফিরলেন। প্লেড অন হয়েছেন। আউটের ধরনটা একেবারেই পছন্দ হয়নি তাঁর নিজের। নিউজিল্যান্ডের সবাই এগিয়ে এসে হাত মেলালেন, অভিবাদন জানালেন। সাকিব মাথা নাড়তে নাড়তে ফিরলেন সাজঘরে।
সাকিব আসলে ব্যাটিং করছেন গতকাল থেকে। ৫ রানে অপরাজিত থেকে কাল ড্রেসিং রুমে ফিরেছিলেন। এর মধ্যে একবার ক্যাচ দিয়ে বেঁচেও গেছেন। গতকাল এভাবে বেঁচে যাওয়ার পর কোনো ভাবনা কাজ করেছিল ভেতরে-ভেতরে? সাকিবের উত্তর, ‘কালকে যখন ক্যাচটা মিস করল, সন্ধ্যার সময় রুমে গেলাম। বউ ইদানীং ক্রিকেট বোঝে। ওর সঙ্গে ফোনে কথা বলছিলাম। ওকে সরাসরি বলিনি, কিন্তু তখন আমার মনে কাজ করছিল, বড় ক্রিকেটাররা এ রকম ম্যাচে লাইফ পেলে বড় রান করে ফেরে। দেখা যাক হয় কি না। মনের ভেতর কেমন জানি করছিল। একটা আত্মবিশ্বাস ছিল।
ট্রেন্ট বোল্টের বলে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে ক্যাচ দিয়ে ১৫৯ রান করে ফেরেন মুশফিক। ৩৫৯ রানের পঞ্চম উইকেট জুটিটি ভাঙে এতেই। ততক্ষণে ইতিহাস হয়ে গেছেন বাংলাদেশ দলের পোড় খাওয়া দুই যোদ্ধা সাকিব ও মুশফিক। বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেটে এটিই এখন সর্বোচ্চ রানের জুটি।
২০১৫ সালে খুলনা টেস্টে তামিম-ইমরুলের গড়া ৩১২ রানের জুটির রেকর্ড ভেঙেছেন তাঁরা। প্রায় ১৪০ বছরের টেস্ট ইতিহাসে পঞ্চম উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটিও হয়ে গেছে এটি।
ছবি : এএফপি
আপনার মতামত লিখুন :