হঠাৎ করে ফেসবুকে একটি বার্তা ছড়াচ্ছে, যাতে বলা হচ্ছে, ফেসবুক ব্যবহার করতে টাকা লাগবে।
এ ছাড়া বার্তাটি যাঁর কাছে যাচ্ছে, তাঁকে আরও ১০ জনের কাছে এটি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। যাঁরা এ বার্তা ১০ জনকে পাঠাবেন, তাঁদের ফেসবুক ব্যবহার করতে টাকা লাগবে না, এমন আশ্বাসও দেওয়া হচ্ছে।
যাঁরা এ ধরনের বার্তা পাচ্ছেন বা পেয়েছেন, তাঁদের ঘাবড়ানোর কিছু নেই। এটা ভুয়া বার্তা বা হোকস।
ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে, এ ধরনের বার্তা পেলে তা এড়িয়ে যাবেন। যেসব বার্তা অন্যকে ফরোয়ার্ড করতে বলা হয় কিংবা নানাভাবে প্রলোভন দেখানো হয়, সেগুলোয় ক্লিক করবেন না। এমনকি ফেসবুকের ছদ্মবেশে যেসব ভুয়া বার্তা পাঠানো হয়, সেগুলোয় ক্লিক করবেন না।
তথ্যসূত্র: ডেইলি স্টার।
আপনার মতামত লিখুন :