রিয়াল মাদ্রিদ এবারও যে গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে একাধিক শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে টানা ৪৯ ম্যাচ জয় দেখেছে তারা। তবে ঘরোয়া স্প্যানিশ লা-লিগা জেতা হয়না বেশ কয়েক মৌসুম। সর্বশেষ শিরোপা জিতেছিল ৪ মৌসুমে আগে ২০১১-১২ তে।
সর্বশেষ আট মৌসুমে লা-লিগায় তাদের শিরোপা ওই একটাই। তবে এবার শিরোপা উদ্ধারের পথে রয়েছে তারা। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। আর রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পয়েন্ট ৩৫।
এছাড়া ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ইতালির ক্লাব নাপোলি। ঘরোয়া লা-লিগা ও কোপা দেল রে’র পাশাপাশি ইউরোপ-সেরা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতলেই হবে ট্রেবল জয়। কিন্তু আপাতত সেটা নিয়ে ভাবছেন না জিদান।
আপনার মতামত লিখুন :