সজল ও মেহজাবিন। দুজনের মধ্যে কে দূর আকাশের তারা। এটা জানতে হলে চোখ রাখতে হবে একটি খন্ড নাটকে। এ নাটকে মেহজাবিন একজন অভিনেত্রীর চরিত্রেই অভিনয় করেছেন। সজল যার অন্ধভক্ত। এমন ঘটনা ঘটেছে ‘দূর আকাশের তারা’ নামের একটি নাটকে। এ নাটকে অভিনয় করেছেন মডেল ও অভিনয়শিল্পী মেহজাবিন।
‘দূর আকাশের তারা’ নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন। পরিচালনা করেছেন মাহমুদ হাসান।
নাটকে দেখা যাবে, নামকরা জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন। সজল মেহজাবিনের এমন কোনো নাটক নেই যে সে দেখেনি। এমনই অন্ধভক্ত যে সঙ্গী হিসেবে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সে। এরপর শুরু হয় নানান ঘটনা। খুব শিগগিরই যে কোনো টিভিতে এ নাটকটি প্রচারিত হবে।
আপনার মতামত লিখুন :