খেলতে অস্বীকৃতি জানানো উভয় দলকেই জরিমানা


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০১৭, ১১:২৬ PM / ১০৫
খেলতে অস্বীকৃতি জানানো উভয় দলকেই জরিমানা

প্লে অফ খেলতে অস্বীকৃতি জানানো দুই ক্লাবকেই প্রিমিয়ার লীগ থেকে নামিয়ে দেয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা করে। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া গত ২ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০১৫-১৬-এ সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ বনাম ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এর মধ্যকার খেলার রেফারী ও ম্যাচ কমিশনারের রিপোর্টের আলোকে বাফুফে ডিসিপ্লিনারী কমিটি ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়, যা আগামী ০৭ (সাত) দিন অর্থাৎ ১৬-০১-২০১৭ তারিখের মধ্যে বাফুফে হিসাব শাখায় জমা প্রদান করতে হবে। ভবিষ্যতে সংশ্লিষ্ট কার্যকলাপের পুনরাবৃত্তি না করার বিষয়ে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে কঠোরভাবে সতর্ক করা হয়।

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৫-১৬ সকার ক্লাব ফেনী বনাম উত্তর বারিধারা ক্লাবের পয়েন্ট সমান হয়ে যাওয়ায় গত ৪ ও ৭ই জানুয়ারি ২টি প্লে-অফ ম্যাচে খেলতে বলা হয়েছিল। কিন্তু উভয় দলই খেলতে অস্বীকৃতি জানায় এবং মাঠে অনুপস্থিত থাকে। এতে উভয় দলকেই চ্যাম্পিয়নশিপ লীগে অবনমিত করা হলো। বাফুফে ডিসিপ্লিনারী কোড এর ধারা-৫২ অনুযায়ী জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে বাফুফে কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।