আমিরের ‘দঙ্গল’ শুধু ভারতেই আয় করেছে ৩৪৫ কোটি ২৯ লাখ রুপি। মুক্তির ১৭ দিনেই এই মাইলফলক স্পর্শ করলো ছবিটি। দুই বছর আগে আমিরের ‘পিকে’ আয় করেছিলো ৩৪০ কোটি ৮ লাখ রুপি। নিজেকে ছাড়িয়ে গেলেন সুপারস্টার আমির খান। তার অভিনীত ‘পিকে’ ছবিকে টপকে গেছে ‘দঙ্গল’। এটাই এখন বলিউডে সর্বকালের সেরা ব্যবসাসফল ছবি।
আশা করা হচ্ছে, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ৩৭৫ কোটি রুপি পর্যন্ত আয় করবে শুধু ভারতেই। কুস্তির ময়দানে দুই কন্যা গীতা ফোগাট ও ববিতা কুমারীকে প্রশিক্ষণ দেন মহাবীর। তারাই নারী কুস্তিতে ভারতের জন্য প্রথম স্বর্ণপদক জেতেন কমনওয়েলথ গেমসে। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগতা সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ। ‘দঙ্গল’ তাদেরকে নিয়ে এসেছে বড়পর্দায়।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দর্শক আর সমালোচকদের মন জিতেছে ছবিটি। এর সংগীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী।
বলিউডে সর্বকালের সেরা পাঁচ ব্যবসাসফল ছবি
১. দঙ্গল (৩৪৫ কোটি ২৯ লাখ রুপি)
২. পিকে (৩৪০ কোটি ৮ লাখ রুপি)
৩. বজরঙ্গি ভাইজান (৩২০ কোটি ৩৪ লাখ রুপি)
৪. সুলতান (৩০০ কোটি ৪৫ লাখ রুপি)
৫. ধুম থ্রি (২৮৪ কোটি ২৭ লাখ রুপি)
আপনার মতামত লিখুন :