শনিবার (০৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে একটি তথ্য জানা যায়। গত কয়েক বছরের তুলনায় বিদেশে বাংলাদেশি শ্রমবাজার এখন অনেকটা ভালো। ফলে মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহারের কারণে বেড়েছে হুন্ডি ব্যবসা এবং রেমিটেন্স কমেছে।
চলতি অর্থবছরের (২০১৫-১৬) প্রথম ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিপিডি কিছু সুপারিশও তুলে ধরে। বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে হুন্ডির মাধ্যমে অধিক অর্থ দেশে আসছে। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশে কর্মসংস্থান বাড়ছে, কিন্তু কমছে রেমিটেন্স। এর প্রধান কারণ টাকা ব্যাংকের মাধ্যমে না এসে হুন্ডির মাধ্যমে আসছে।
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডি’র সিনিয়র গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম হোসেন , সিপিডি’র গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন।
আপনার মতামত লিখুন :