শীত মানেই অনেকের নিকট আতংক। বিশেষ করে চুল, ত্বক নিয়ে চিন্তার শেষ নেই। তাই চুলের খুশকি, জট পড়া, ত্বকসহ নানা বিষয়ে জানুন।
ত্বক : প্রথমেই শীতে ত্বকের বিষয়ে জানা যাক। বিশেষ করে ময়শ্চারাইজার । শীতে ত্বক এমনিতেই শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকে ফাউন্ডেশন লাগালে ছোপ ছোপ দাগ ফুটে ওঠে। তাই মেকআপ করার আগে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
চুল : চুলের খুশকি কার না মাথা খারাপ করে দেয়। শীতে মাথার স্ক্যাল্পে খুশকির সমস্যা বেড়ে যায়। তাই মাথার স্ক্যাল্পে সপ্তাহে দুই দিন নারিকেল তেল ম্যাসাজ করতে হবে।
নারিকেল তেল একই সঙ্গে ময়শ্চারাইজার ও অ্যান্টি-ভাইরাল এজেন্ট হিসেবে কাজ করবে। চাইলে তেলের সঙ্গে লেবুর রসও মিশিয়ে নিতে পারেন।
জট পড়া : শীতে চুলে খুব সহজেই জট পড়ে। কারণ চুলের রুক্ষতা। তাই শীতে চুল ট্রিম করে নিন। এ সময় যতটা সম্ভব কম হেয়ার কালার ব্যবহার করুন। একই সঙ্গে মাসে অন্তত দুবার করে হেয়ার স্পা করান।
আপনার মতামত লিখুন :