রণক্ষেত্র রুপ নিল আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল। বিজিবি-জনতার সংঘর্ষে গোটা শহর উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিজিবির গুলিতে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হন ১০ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের অদূরে শায়েস্তাগঞ্জ-মিরপুর সড়কে বিজিবির একটি গাড়ির সঙ্গে একটি মাইক্রোবাসের ওভারটেকিংকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ওভারটেকিংয়ের কারণে মাইক্রোচালককে মারধর করে বিজিবির সদস্যরা। এর প্রতিবাদে শহরে সংঘবদ্ধ হয়ে বিজিবির গাড়িতে হামলা চালায় মাইক্রোচালকরা। পরে শহরে তা-ব চালায় শতাধিক বিজিবি সদস্য।
বিজিবির অতর্কিতে গুলিতে আহত হয় ফার্মেসি ব্যবসায়ী পবিত্র পাল, ড্রাইভার শাহআলম, ব্যবসায়ী সুকুমার দাশ, মুরগি ব্যবসায়ী ইকবাল মিয়া। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ৩-৪ প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পুরো ঘটনার চুড়ান্ত কোনো খবর পাওয়া যায়নি।
ছবি : সংগ্রহীত
আপনার মতামত লিখুন :