বিএসইসি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০১৭, ১১:১২ PM / ৯৯
বিএসইসি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর শের-ই বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে বিএসইসি ভবন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (০৮ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত নিজস্ব ভবন ও দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান বক্তব্য রাখবেন।

এ জন্য ওইদিন সকাল পৌনে ১০টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রধামন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে ১১টা ৫৫ মিনিটে।

 

এছাড়াও স্টক এক্সচেঞ্জসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারী এবং বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান। তিনি বলেন, আমাদের সব কার্যক্রম শেষ হয়েছে। আশা করছি, আগামী রোববার প্রধানমন্ত্রী ভবনটির উদ্বোধন করবেন।

বিএসইসি সূত্র জানায়, আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবন নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৪৪ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকা।