আইভরি কোস্টের শহরতলিতে পাঠাগার এবার নারীদের সেলুনে। ক্রমেই কমে যাচ্ছে লাইব্রেরী। তাই এমন উদ্যোগ। নারীদের বই পড়ার সুযোগ করে দিতে সেলুনে বই সরবরাহ করছে জাতীয় গ্রন্থাগার।
চলছে চুলের পরিচর্যা। এ সময়টিকে বই পড়ে কাজে লাগাচ্ছেন এক গ্রাহক। প্রধান গ্রন্থাগারিক চান্তাল আদজিমান এই প্রকল্প শুরু করেন ২০১২ সালে। বর্তমানে ২৩টি সেলুন জাতীয় গ্রন্থাগার থেকে বই ধার নিয়ে নিজেদের গ্রাহকদের দিচ্ছে। সাড়াও পড়েছে প্রচুর।
কেন্দ্রীয় গ্রন্থাগারে ১ হাজার ৭৫০টি বই নির্দিষ্ট করে দেওয়া আছে সেলুনগুলোর জন্য। এর মধ্যে রয়েছে উপন্যাস, শিশুসাহিত্য এবং নারী ও শিশু অধিকারবিষয়ক সচেতনতামূলক প্রবন্ধ সংগ্রহ। সেলুনগুলো এই বইগুলো ধারে নিয়ে যায়। সেখানে যাওয়া নারী গ্রাহকেরা বইগুলো পড়ে বিনোদিত হন এবং অধিকার-সচেতন হন। এমন ব্যবস্থা শহরটিতে বেশ সাড়া ফেলেছে। পাঠকরা বই পড়াটা উপভোগও করছেন।
ছবি: এএফপি
আপনার মতামত লিখুন :