‘সুন্দর একটি গল্পে কাজ করেছি। এমন কাজ খুবই কম হয়-বলছিলেন অভিনেতা জোভান। মেহাজাবিনের সঙ্গে একটি খন্ড নাটকে কাজ করেছেন তিনি। এ নাটকের নাম ‘ওয়ান ওয়ে রোড’।
এতে নীলা চরিত্রে মেহজাবিন চৌধুরী এবং মিজানের ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত।
সোমবার (২ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘ওয়ান ওয়ে রোড’। এ নাটকের মধ্য দিয়ে চ্যানেলটিতে শুরু হচ্ছে এক ঘণ্টার নাটক নিয়ে সাপ্তাহিক আয়োজন ‘মানডে নাইট সুপার ড্রামা’। কাহিনীতে দেখা যাবে, প্রায় ডজনখানেক মেয়ের সঙ্গে প্রেমের ব্যাপারে রায়হানকে সহযোগিতা করেছে তার বাল্যবন্ধু মিজান। রায়হানের বিয়ের প্রথম সাক্ষীও সে। বন্ধুর প্রতি বেশি ভালোবাসা থেকে বিয়ের পরেও মেয়েদের প্রতি রায়হানের দুর্বলতাকে সায় দেয় মিজান। এর সুবাদে নীলার প্রেমে পড়ে রায়হান। এরপর ঘটতে থাকা নানান ঘটনা।
আপনার মতামত লিখুন :