বছর জুড়ে তথ্যপ্রযুক্তির আলোচিত ঘটনা


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০১৬, ১১:৩২ PM / ৮৯
বছর জুড়ে তথ্যপ্রযুক্তির আলোচিত ঘটনা

২০১৬ শেষ। সামনে নতুন বছর। তার আগে তথ্যপ্রযুক্তির আলোচিত ঘটনাগুলো পাঠকদের জানা উচিত। দেখুন

প্রিজমায় মজেছিল তরুণেরা
২০১৬ সালের সেরা অ্যাপগুলোর মধ্যে প্রিজমা অন্যতম বলে অভিমত অনেকের। অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। ফলে সহজে ও বেশ নিখুঁতভাবেই ক্যামেরায় তোলা ছবিতে পাওয়া যায় আঁকা ছবির আবহ। আর বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যে অন্যতম প্রিজমা।

.বিক্রি হয়েছে ইয়াহু
গত জুলাইয়ে মার্কিন মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান ভেরাইজোন ওয়্যারলেসের কাছে ৪৮৩ কোটি ডলারে বিক্রি করা হয় ইয়াহুর মূল ইন্টারনেট ব্যবসা। ইয়াহু সার্চ ইঞ্জিনের ওপর ভর করেই টিকে ছিল প্রতিষ্ঠানটি।

স্যামসং গ্যালাক্সি নোট ৭-এ আগুন

স্যামসাং গ্যালাক্সি নোট ৭–এ আগুন ধরা এবং বিস্ফোরণের মতো ভয়ানক ঘটনায় বারবার সমালোচনার মুখে পড়েছে। এর জন্য বিভিন্ন ফ্লাইটে নোট ৭ বহন করাও নিষিদ্ধ ছিল। ফলে স্যামসাং কর্তৃপক্ষ প্রথমে ত্রুটিপূর্ণ নোট ৭ নতুন নোট ৭ দিয়ে বদলিয়ে নেওয়ার সুযোগ করে দেয়। এমনকি এখনো সব ধরনের উড়োজাহাজে গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ।