এবার ৩০কোটি ইউরোর প্রস্তাব


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০১৬, ১১:৪৭ PM / ১০৮
এবার ৩০কোটি ইউরোর প্রস্তাব

সময়টা বেশ ভালোই যাচ্ছে রোনালদোর। চীনের শীর্ষ লিগের একটি দল ক্রিস্তিয়ানো রোনালদোকেও কিনতে রিয়াল মাদ্রিদকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ডের এজেন্ট।
বার্ষিক ১০ কোটি ইউরো বেতনের ওই প্রস্তাবে রোনালদোর অবশ্য কোনোরকম আগ্রহ ছিল না বলেও জানান এজেন্ট জোর্জে মেন্দেস।

 

গত নভেম্বরে রিয়ালের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন রোনালদো। চীনা ক্লাবের প্রস্তাব প্রসঙ্গে স্কাই ইতালিয়াকে মেন্দেস বলেন, “চীন থেকে তারা রিয়াল মাদ্রিদকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। খেলোয়াড়ের জন্য দিয়েছিল প্রতি বছর ১০ কোটি ইউরোর বেশি। কিন্তু অর্থই সব কিছু নয়। স্প্যানিশ ক্লাবটি (রিয়াল) তার জীবন।”

গত এক সপ্তাহে বিশাল ট্রান্সফার ফিতে বড় মাপের দুই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে চাইনিজ সুপার লিগের দুটি ক্লাব। প্রস্তাবের পেয়ে বেশ খৃুশি  এই জনপ্রিয় ফুটবল তারকা।