আজকের ডিলের পণ্য কিনতে পাবেন প্রবাসীরা


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০১৬, ১১:৫১ AM / ১১১
আজকের ডিলের পণ্য কিনতে পাবেন প্রবাসীরা

আজকের ডিলের পণ্য এখন থেকে শুধু বাংলাদেশেই নয় প্রবাসীরাও কিনতে পারবেন তাদের পন্য। প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে ই-কমার্স সাইট আজকের ডিল (www.ajkerdeal.com) থেকে তাদের পছন্দমতো পণ্য কিনতে পারবেন।

এই সুবিধা দেওয়ার জন্য ১৯ ডিসেম্বর আজকের ডিলের সঙ্গে জিটক শপের একটি অংশীদারি চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে প্রবাসীরা বাংলাদেশে থাকা তাঁদের স্বজন ও প্রিয়জনের কাছে পছন্দের পণ্যও পাঠাতে পারবেন। এটি নিঃসন্দেহে একটি ভালো খবর প্রবাসী বাঙ্গালীদের জন্য।

ঢাকায় চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, জিটক শপের উপমহাব্যবস্থাপক মো. হাবিবুর রাহমান, জেন্যুসিসের প্রেসিডেন্ট হাবিবুর রাহমান, প্রধান সফটওয়্যার প্রকৌশলী এস এম সারওয়ার হাসানসহ অনেকে।