নারীদের কড়া নজর ট্রাম্পের দিকে


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০১৬, ১:১২ PM / ১১৩
নারীদের কড়া নজর ট্রাম্পের দিকে

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অনেক আগে থেকেই নারীদের নিয়ে নানা কটুক্তি করে বেশ সমালোচনার মুখে ছিলেন। এ কারনে অনেকটা অনিশ্চয়তার মুখেও পড়ে তার নির্বাচন ভাগ্য। তবে সবকিছুকে উপেক্ষা করে তিনিই নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট।

তবে নারীদের প্রতি যৌন আচরণের বিষয়ে সতর্ক করে ট্রাম্পকে চিঠি লিখেছেন চীনের অন্যতম একজন নারী অধিকারকর্মী। ঝেং চুরান নামের ওই নারী অধিকারকর্মী বলেন, সারা বিশ্বের নারীবাদীরা ট্রাম্পকে কড়া নজরে রাখছেন।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ঝেং চুরান নারীবাদী সংগঠন ফেমিনিস্ট ফাইভের সদস্য। ঝেং বিশ্বাস করেন, চীনে কম মানুষই নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির জন্য ট্রাম্পের সমালোচনা করতে পারেন। চীনের বেশির ভাগ মানুষ বলেন, ট্রাম্প একজন দিশেহারা মানুষ। কিন্তু তিনি হিলারি ক্লিনটনের চেয়ে ভালো। ঝেং আরও বলেন, যুক্তরাষ্ট্রে নারী অধিকারকর্মীদের আন্দোলনকে ট্রাম্প বাধাগ্রস্ত করতে পারেন। এটি নিয়ে তিনি চিন্তিত।

গত সোমবার ট্রাম্পের উদ্দেশে লেখা চিঠিটি পোস্ট করেন ঝেং। তিনি অনলাইনে চীনা ভাষায়ও তা পোস্ট করেন। ঝেং বলেন, তাঁরা যুক্তরাষ্ট্র থেকে অনেক দূরে চীনে আছেন। কিন্তু নারীদের প্রতি ট্রাম্পের যৌন দৃষ্টিভঙ্গির ব্যাপারে তাঁরা ওয়াকিবহাল। লৈঙ্গিক সমতা বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু। ট্রাম্পের যৌন বা বর্ণবাদী আচরণের কারণে নারীবাদী আন্দোলন বন্ধ হবে না।

যদি ট্রাম্প এভাবে নারীদের অপমান করতে থাকেন, বৈষম্যমূলক ও সহিংস আচরণ করেন, তাহলে প্রতিটি আচরণ ও কথার জন্য তাঁকে দাম দিতে হবে। আশা করি, বিশ্বের সব নারীবাদী যে ট্রাম্পের দিকে নজর রাখছেন, সেটা তিনি জানেন।