বছর শেষে মিমের নতুন ছবি


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০১৬, ১১:১২ PM / ১২১
বছর শেষে মিমের নতুন ছবি

আগামীকাল ১৬ ডিসেম্বর। অার এমন দিবসে আসছে মিমের নতুন ছবি।  বিজয় দিবসে দেশজুড়ে প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আমি তোমার হতে চাই ছবিটি। অনন্য মামুন পরিচালিত ছবিটিতে বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম কাজ করেছেন। এর আগে এ বছরের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই জুটির সুইটহার্ট ছবিটি মুক্তি পেয়েছিল।

মিম বললেন, এই ছবিটির জন্য যে পরিমাণ শ্রম দিয়েছি, তাতে অনেকখানিই আশাবাদী আমি। বাকিটা মুক্তির পর বোঝা যাবে। এই ছবিটি লাইভ টেকনোলজিসের প্রথম প্রযোজনা। প্রথম কাজ হিসেবে কোথাও আপস করেননি তাঁরা। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।

‘আমি তোমার হতে চাই’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, জন, দিপালী, ভারতের রাখি সায়ন্তী প্রমুখ।  ছবির প্রচারণার জন্য একটি নতুন গানেও দেখা যাবে মিমকে। তবে সবশেষ দেখার পালা মিমের নতুন এ ছবিটি কেমন ব্যবসা করে।

 

মিম, ছবি : আরিফ আহমেদ