মোহাম্মদপুরে এক নারীকে গণধর্ষণ, আটক ১


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০১৬, ৩:৪১ PM / ১১৮
মোহাম্মদপুরে এক নারীকে গণধর্ষণ, আটক ১

রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় এক নারী শ্রমিককে গণধর্ষণ করেছে দুবৃত্তরা। ওই এলাকায় ঘুরতে যাওয়া এক নারী শ্রমিককে স্থানীয় বখাটেরা পাশের কাশবনে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন । সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

রোববার (১১ ডিসেম্বর) ধর্ষিতার মা মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলায় রাকিবকে গ্রেফতার দেখানো হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে। ধর্ষিতা বর্তমানে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন বলে জানান ওসি।

ধর্ষিতা ওই নারী শ্রমিক বলেন, আমি আমার এক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। সেখানে রাকিব, ইউনুস, বিল্লাল, কবির ও শাহিন (বয়স ১৮ থেকে ২২) নামে স্থানীয় বখাটেরা আমার বন্ধুকে আটকে রেখে, পাশ্ববর্তী কাশবনে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় জড়িত অভিযোগে রাকিব (২২) নামে একজনকে আটক করা হয়েছে। বাকিজনরা এখনো পলাতক আছে।