আজ ঢাকা-চিটাগং ও খুলনা-কুমিল্লা মুখোমুখি


Sharif Khan প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০১৬, ১১:০৫ AM / ১২২
আজ ঢাকা-চিটাগং ও খুলনা-কুমিল্লা মুখোমুখি

আজ বিপিএলের পয়েন্টে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হচ্ছে দ্বিতীয় পয়েন্টে থাকা চিটাগং ভাইকিংস। পয়েন্টে শীর্ষে থাকা দুই দলের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছে দর্শকরা। অন্যদিকে অপর একটি ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যালেঞ্জের সামনে পড়বে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স।

সাকিবদের হারাতে পারলে তামিম-গেইলের চিটাগংয়ের শীর্ষ চারে থেকেই প্লে-অফ রাউন্ড সুনিশ্চিত হবে। একই সমীকরণের সামনে খুলনা। এখনো দু’টি করে ম্যাচ বাকি থাকায় হেরে গেলেও সুযোগ থাকবে।

১০ ম্যাচ জয়ী হয়ে শীর্ষে থাকা ঢাকার সংগ্রহ সাত জয় ও তিন হারে ১৪। দুই পয়েন্ট করে পিছিয়ে যথাক্রমে দুইয়ে চিটাগং ও তৃতীয় স্থানে খুলনা। ছয় পয়েন্টে পিছিয়ে আছে কুমিল্লা। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে রংপুর। সমান পয়েন্টে নেট রান রেটে এগিয়ে থাকায় চার নম্বরে এক ম্যাচ বেশি খেলা রাজশাহী। ১১ ম্যাচে মাত্র চার জয়ে ছয়ে অবস্থান করছে মুশফিকের বরিশাল বুলস।

শুক্রবার (২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় খুলনা-কুমিল্লা ও সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা-চিটাগং এর কাংখিত ম্যাচটি শুরু হবে।