স্পেশাল করেসপন্ডেন্ট
অাবদুল্লাহ আল নোমান। তিনি একজন প্রযােজক। বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে নিয়মিত প্রযোজনা করছেন। নায়ক-নায়িকাকে নিয়ে অনেকের আগ্রহ থাকলেও একটি ছবির মূল মানুষ একজন প্রযোজক। তাকে নিয়ে আমাদের এই আয়োজন। আমেরিকায় থাকা চলচ্চিত্রের এই প্রযোজককে নিয়ে আজ একটা সাক্ষাৎকার নিম্নে দেওয়া হল।
নীলফড়িং ছবিটি কি আপনার প্রথম প্রযোজনা ?
অাবদুল্লাহ আল নোমান: না, আমার প্রযোজনার ছবি গোয়েন্দাগিরি। ছবিটি এখনো মুক্তি পায়নি। এ ছবিটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক। খুব শিগগিরই এ ছবিটি মুক্তি পাবে। এরপর কয়েকদিন পর আমার প্রযোজনায় নীলফড়িং ছবিটির কাজ শুরু হচ্ছে। এ ছবিটি পরিচালনা করছেন ইদ্রিস হায়দার।
ছবি প্রযোজনা করার আগ্রহ আসলো কেনো ?
অাবদুল্লাহ আল নোমান : ছোটবেলা থেকেই মিডিয়াতে আসার ইচ্ছে ছিল। তাই প্রযোজনায় আসা আমার।
কোন দেশে থাকেন অাপনি ? কত বছর ধরে বাইরে অাছেন?
অাবদুল্লাহ আল নোমান : প্রথমে লন্ডনে পড়াশুনা করেছি, তারপর ফ্যামিলি ব্যবসা। চেইনশপের ব্যবসা দিয়ে শুরু। এরপর আমেরিকায়। ব্যবসার কাজে ১৪ বছর ধরে সেখানেই রয়েছি।
বাংলাদেশে পছন্দের নায়ক-নায়িকা কারা ? প্রযোজক হিসেবে কি কি কাজ করার ইচ্ছে রয়েছে ?
অাবদুল্লাহ আল নোমান : বাংলাদেশের মানুষদের হলমুখি করতে চাই। এজন্য ভালো কিছু ছবিতে প্রযোজনা করছি। বাংলা চলচ্চিত্রের ভালো দিন দেখতে চাই। অার আমার পছন্দের অভিনেতা-অভিনেত্রীরা হলেন পূর্ণিমা, রিয়াজ, মোশাররফ করিম, মিথিলাসহ আরও অনেকে।
তাদের কাউকে নিয়ে কি ছবিতে কাজ করানোর ইচ্ছে রয়েছে ?
অাবদুল্লাহ আল নোমান : মোশাররফ করিমকে নিয়ে পরের ছবিতে কাজ করানোর ইচ্ছে রয়েছে।
আপনার সফলতার পেছনে কোন মানুষগুলো ছিল? কাদের নাম বলতে চান ?
অাবদুল্লাহ আল নোমান : বাবা মো. অালমগীর কবির, হাসনাইন চাচা , মা নিলুফার আক্তার, স্ত্রী জোহরা অাক্তার চৌধুরী, সন্তান সাবিহা নোমান। বাবা মা আমার জীবনের আইডল।
আপনার কাছের কিছু বন্ধুদের নাম বলুন-যাদেরকে অনেক মিস করেন আজও …
অাবদুল্লাহ আল নোমান : ইমদাদ, রাহাত, বাবু, নাইমুরসহ আরও অনেক বন্ধুকে মিস করি।
বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ভবিষৎ পরিকল্পনা কি আপনার ?
অাবদুল্লাহ আল নোমান : শিক্ষামূলক ছবি বানাতে চাই। আর সেই সঙ্গে পাইরেসি নিয়েও কাজ করার ইচ্ছে রয়েছে। আমার প্রযোজিত ছবিগুলো কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে-তে নিয়মিত মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।
আপনার মতামত লিখুন :