বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে হাস্যরসে ভরপুর মজার ধারাবাহিক নাটক ‘কমেডি ৪২০’। টিপু আলম-এর মূল ভাবনায় ‘কমেডি ৪২০’ নাটকটি লিখেছেন আকাশ রঞ্জন ও পরিচালনা করেছেন নির্মাতা ফরিদুল হাসান।
‘কমেডি ৪২০’ নাটক সম্পর্কে টিপু আলম বলেন, বর্তমান সময়ে দর্শকরা বিনোদনধর্মী নাটক দেখতে বেশি আগ্রহি। ‘কমেডি ৪২০’ নাটকটি নির্মল হাস্যরস আর বিনোদনে ভরপুর একটি নাটক। নাটকে হাসি-আনন্দের মাধ্যমে সমাজের বর্তমান বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। আশাকরি নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবেন।
নাটকটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রী। অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরি, আ খ ম হাসান, মীর সাব্বির, ফারুক আহমেদ, আলভী, অহনা, হুমায়রা হিমু, সিদ্দিক, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু,কচি খন্দকার, তারিক স্বপন, ম ম মোর্শেদসহ আরও অনেকে। আসছে ২০ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি শনি, রবি, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারতি হবে নাটকটি।
আপনার মতামত লিখুন :