ঢাকায় শুরু হচ্ছে ইগলু লিল আর্ট চ্যাম্প


Sharif Khan প্রকাশের সময় : নভেম্বর ২, ২০১৬, ৪:১১ PM / ২৩০
ঢাকায় শুরু হচ্ছে ইগলু লিল আর্ট চ্যাম্প

ইগলু আইসক্রীমের আয়োজনে সারা দেশ জুড়ে চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইগলু লিল আর্ট চ্যাম্প। যার ধারাবাহিকতায় ঢাকায় ও বেশ কয়েকটি স্কুলে শুরু হতে যাচ্ছে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় লিল আর্ট চ্যাম্প বিজয়ীদের জন্য থাকবে লক্ষ টাকার শিক্ষাবীমাসহ বিজয়ী সন্তানদের মায়েদের জন্য আইপিএস এবং স্কুলের জন্য ল্যাপটপ।

৪ নভেম্বর থেকে সারাদেশের পাশাপাশি ঢাকায় মোট চারটি স্কুলে এ প্রতিযোগীতা শুরু হবে। রেজিস্ট্রেশনের সময় সকাল ৮টা থেকে ৯টা। সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎের কথা চিন্তা করেই ইগলু এই সূবর্ন সুযোগটি করে দিতে চাইছে দেশের প্রতিভাবান শিশুদের জন্য। দেরী না করে আজই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্বাচন করুন আপনি নিজেই।

ভেন্যুঃ ঢাকা
মিরপুর – সেনপারা পরবতা গভঃ প্রাইমারি স্কুল
মোহাম্মদপুর – মোহাম্মদপুর গভঃ প্রাইমারি স্কুল
যাত্রাবাড়ী – ধোলাইরপার হাই স্কুল
গাজীপুর – জয়দেবপুর কিন্ডারগার্টেন