আবারও চমক। কয়েকদিন আগে তিন বছর পর র্যাম্পের শো মাতালেন নুসরাত ফারিয়া। আর আজ সোমবার সন্ধ্যায় বড়পর্দার এ সময়ের আলোচিত অভিনেত্রী হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি-নাইন মডেলের হ্যান্ডসেটের ডিজিটাল প্রচারণায় কাজ করবেন। ঢাকায় হুয়াওয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করেন তিনি।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের পরিচালক ইংমার ওয়্যাং বলেন, নুসরাত ফারিয়া এ প্রজন্মের তরুণদের আইকন। তিনি তার স্টাইল ও অভিনয়শৈলীর জন্য অত্যন্ত জনপ্রিয়। যেটা পুরোপুরিভাবেই আমাদের ব্র্যান্ডের সঙ্গে যুতসই।
নুসরাত ফারিয়া এখন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ। তাদের তত্ত্বাবধানেই মূলত তিনি নতুন প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, তরুণ তরুণীদের পছন্দের অন্যতম একটি অংশ হয়ে গেছে স্মার্টফোন। তাই অনেকের পছন্দের মডেল হুয়াওয়ে পি-নাইনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত।
খুব শিগগিরই এই পণ্যের মডেল হিসেবে টিভিসির কাজও শুরু করবেন তিনি।
আপনার মতামত লিখুন :