দাউদ ইব্রাহিম চরিত্রে ফারহান আখতার


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০১৬, ৫:২১ PM / ১৫২
দাউদ ইব্রাহিম চরিত্রে ফারহান আখতার

এবার দাউদ ইব্রাহিমের চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে। সম্প্রতি ‘ড্যাডি’ নামে একটি ছবিতে তিনি দাউদ ইব্রাহিমের চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অবশ্য ইতোমধ্যেই ছবির কাজ শেষের দিকে চলে এসেছে। এ ছবির মাধ্যমে অচিরেই প্রথমবারের মতো গ্যাংস্টার বনে যাবেন তিনি!

ভারতের কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহিম চরিত্রে অভিনয় করবেন ফারহান। ‘ড্যাডি’ নামের এ ছবিটিতে দাউদ ইব্রাহিমের উপস্থিতি থাকবে কম।

কারণ এ ছবির গল্পে প্রাধান্য পাচ্ছে ভারতের আরেক গ্যাংস্টার অর্জুন গাওলির জীবন। একসময় সে রাজনীতিবিদ হয়ে ওঠে। এ চরিত্রে অভিনয় করছেন অর্জুন রামপাল।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, গত জুনে মুম্বাইয়ের খারের একটি বাংলোতে ছবিটির কিছু অংশের কাজ করে ফেলেছেন ফারহান। ‘ড্যাডি’র জন্য তাকে আরও একদিন সময় দিতে হবে। তারপরেই শেষ হবে পুরো চিত্রায়ন।