পাকিস্তান উঠে এলো আট নম্বর র‌্যাংকিংয়ে


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০১৬, ১০:২৮ AM / ১১৬
পাকিস্তান উঠে এলো আট নম্বর র‌্যাংকিংয়ে

পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উঠে এলো আট নম্বর র‌্যাংকিংয়ে। সংযুক্ত আমিরাতে আয়োজিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের আট নম্বর অবস্থানে উন্নীত হয়েছে পাকিস্তান।

বুধবার আবুধাবিতে পাকিস্তানের ১৩৬ রানের বিশাল জয়ে ২০১৯ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব আরো জমে উঠলো। কারণ আগের নয় নম্বর অবস্থান থেকে আট নম্বরে উল্লম্ফন করেছে পাকিস্তান। অথচ র‌্যাংকিংয়ের নয় নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে তারা। দ্য আন-প্রেডিক্টেবলদের ঝুলিতে ৮৯ পয়েন্ট। মজার বিষয় হলো র‌্যাংকিংয়ের সাত নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে তারা।

পাকিস্তানের চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ (৯৪)। কিন্তু টানা তিনটি হারে ক্যারিবিয়ানদের মূল্যবান ছয়টি পয়েন্ট হারাতে হয়, তাতে লাভবান হয় আজহার আলি বাহিনী। এর আগে গত সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ হেরে পয়েন্ট হারাতে হয়েছিল বাংলাদেশকেও। তালিকার সাত নম্বরে থাকা টাইগারদের থলেতে এখন ৯৫ রেটিং পয়েন্ট।

২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ওয়ানডে র‌্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ। কেননা পরের বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব দল তালিকার প্রথম সাতটি স্থানে অবস্থান করবে তারা সরাসরি আইসিসির শোপিজ ইভেন্টে খেলতে পারবে। অন্যদিকে ইংল্যান্ড স্বাগতিক হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে মূল আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা আটটি স্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং:
১. অস্ট্রেলিয়া (১২১)
২. নিউজিল্যান্ড (১১৩)
৩. দক্ষিণ আফ্রিকা (১১৩)
৪. ভারত (১১০)
৫. ইংল্যান্ড (১০৭)
৬. শ্রীলঙ্কা (১০১)
৭. বাংলাদেশ (৯৫)
৮. পাকিস্তান (৮৯)
৯. ওয়েস্ট ইন্ডিজ (৮৮)
১০. আফগানিস্তান (৫২)
১১. জিম্বাবুয়ে (৪৬)
১২. আয়ারল্যান্ড (৪২)