যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাটে গোলাগুলি, নিহত ৩


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০১৬, ১০:০৮ AM / ১২২
যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাটে গোলাগুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বিভারটনের একটি ফ্ল্যাটে গুলিতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিজ ফ্ল্যাটে গুলিতে একব্যক্তি শিশুদের নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বুধবার (০৫ অক্টোবর) বিকেলে ওয়াশিংটন কাউন্টির বিভারটন শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ওই ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

বিভারটন পুলিশের মুখপাত্র সার্জেন্ট মাইক রো জানান, নিহতের একজন নারী আত্মীয় বিষয়টি টের পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে তিনটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওই এলাকা জনসাধরণের চলাচল কিংবা আশপাশের মানুষের জন্যে ঝুঁকিপূর্ণ নয়। তবে তদন্তের স্বার্থে সেখানকার সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানান তিনি।