ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে। এই ব্যাংকের আমানত বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৮২৭ কোটি থেকে ৬৬ হাজার ৭৩২ কোটি টাকায়। রোববার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শনিবার (১ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০১৫ থেকে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত এ হিসাব তুলে ধরা হয়।
সভায় আরও জানানো হয়, এ সময় বিনিয়োগ ৬ হাজার ১৭২ কোটি থেকে বেড়ে ৬৯ হাজার ৪৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে। মোট বৈদেশিক বাণিজ্য হয়েছে ৬৪ হাজার ৩৫৬ কোটি টাকার।
ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান সভাপতিত্ব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. হাবিবুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব-উল-আলম, আব্দুস সাদেক ভূঁইয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :