গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় অবস্থিত যমুনার কারখানায় আগুন জ্বলছে। কারখানা কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী জানিয়েছে, যমুনা ডেনিম রিসাইকেলিং প্লান্ট (মারগাছা) সুতার গোডাউন থেকে অগ্নিকাণ্ডের আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই তা যমুনার সুতার গোডউন, ফিনিশিং সেকশন, যমুনার রিসাইকেলিং কারখানায় ছড়িয়ে পড়ে।
রোববার ভোর সোয়া পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে। কারখানার উপমহাব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, তাঁদের কারখানায় রাতের পালায় ১০ জন কাজ করছিলেন। তবে সবাই বেরিয়ে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন এখনো জ্বলছে। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ পাওয়া যায়নি।
খবর পেয়ে দমকল বাহিনীর ধামরাই, সাভার, কালিয়াকৈর, গাজীপুর এলাকা থেকে ১০টি ইউনিটি এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর সঙ্গে আগুন নেভানোর কাজ করছেন শ্রমিকেরাও।
আপনার মতামত লিখুন :