কনের সাজে অক্টোবর মাস জুড়ে ওমেন্স ওয়ার্ল্ড দিয়েছে বিশেষ অফার। অফারটিতে কনের যেকোনো ধরনের সাজেই রয়েছে ভিন্ন ভিন্ন ডিসকাউন্ট। এ অফারে রয়েছে বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের কাছে বউ সাজলে আকষর্ণীয় ডিসকাউন্ট।
কনের জন্য ওমেন্স ওয়ার্ল্ডের রয়েছে ত্বক অনুযায়ী ফেসিয়াল, মেনিকিওর-পেডিকিওর, বিয়ের মেহেদি ও হেয়ার কাট, হেয়ার স্পাসহ নিজেকে বিয়ের আগে আকর্ষণীয় করে তোলার জন্য সাশ্রয়ী মূল্যে প্রিব্রাইডাল প্যাকেজ। আকদ ও হলুদের সাজের জন্যও রয়েছে দারুণ অফার।
কনের সঙ্গে বিয়ের অতিথিদের জন্য পার্টিসাজ নিতেও চলে আসতে পারেন ওমেন্স ওয়ার্ল্ডের যেকোনো শাখায়। পুরো অক্টোবর মাস জুড়ে অফারটি চলবে।
সুবিধা মতো সময়ে প্যাকেজের সেবা নিতে যোগাযোগ করুন:
গুলশান ০১৭৩৩২২৬১৫১, বনানী ০১৭৩৩২২৬১৫২, উত্তরা ০১৭৩৩২২৬১৫৩, কাকরাইল ০১৭৩৩২২৬১৫৪ এবং ধানমণ্ডি ০১৭৩৩২২৬১৫৫, মিরপুর ০১৭৩৩২২৬১৫৬, বনানী নেভি হেডকোয়ার্টার ০১৭৩৩২২৬১৫৭।
আপনার মতামত লিখুন :