ফেরদৌস তাজ; সারা দেশের ন্যায় মুক্তাগাছায় কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়।
রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কেএম খালিদ মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কভিড ১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
টিকাদান কর্মসূচী উদ্বোধনকালে তিনি বলেন আমি নিজে টিকা নিয়েছি আপনারও নির্ভয়ে টিকা গ্রহন করুন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস, ডাঃ আলী আমজাত দপ্তরী, আরএমও ডাঃ মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেবনাথ, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর ও মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাফিজুল ইসলামসহ ৪৫৮জন সম্মুখ সারির পেশাজীবি মানুষের টিকা গ্রহনের ব্যবস্থা করেন মুক্তাগাছা হাসপাতল কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :